গাজীপুরে পানি প্রবাহ বন্ধের আশংকায় স্থানীয়দের মানববন্ধন
বি এ রায়হান, গাজীপুর:
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কানার খালের পানি প্রবাহ বন্ধ করে সড়ক ও জনপথ বিভাগের ড্রেন নির্মাণের প্রতিবাদে
মানববন্ধন করেছে স্থানীয়রা।
শুক্রবার বেলা ১১টায় মহাসড়কের জৈনা বাজার
এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তেলিহাটি ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য তারেক হাসান বাচ্চু বলেন, গাজীপুরের শ্রীপুর ও ময়মনসিংহের ভালুকা এই দুই উপজেলার
সীমান্তবর্তী জৈনা বাজার। শিল্পএলাকা অধ্যুষিত এই এলাকার বসবাসরত মানুষের পানি প্রবাহের একমাত্র মাধ্যম ছিল স্থানীয় কানার খাল। জলাবদ্ধতা নিরসনে সম্প্রতি মহাসড়কের এক পাশে ড্রেন নির্মাণ করছে সড়ক ও জনপথ বিভাগ অপরিকল্পিতভাবে খালের সাথে সংযোগবিহীন ড্রেন নির্মাণ করায় ৩’শত পরিবারে জলাবদ্ধতার আশংকা তৈরী হয়েছে। তাই স্থানীয়দের দাবী হচ্ছে খালের সাথে সড়ক ও জনপথ বিভাগের নির্মানধীন ড্রেনের সংযোগ করার।
স্থানীয় আব্দুল আউয়াল কলেজের সহকারী অধ্যাপক হুমায়ুন কবির বলেন, এই ড্রেনে যদি খালের সাথে সংযোগ দেয়া না হয় তাহলে এলাকাগুলো জলাবদ্ধতার মুখোমুখি হবে। আমরা চাই সরকারের উন্নয়ন, তবে তা পরিকল্পিত হতে হবে। আমাদের দাবী এলাকাবাসীদের জলাবদ্ধাতার হাত থেকে রক্ষার জন্য ড্রেনের সংযোগ খালের সাথে দিতে হবে।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুদ্দিন বলেন, অপরিকল্পিত ড্রেন নির্মান একথা বলা যাবে না। তবে স্থানীয়রা
বিভিন্ন ভাবে দাবী করতেই পারেন, আমাদের পরিকল্পনা মতোই কাজ করছি।